শীতবাবা
মোঃ নয়ন
শীতে থাকে জড়তা আর থাকে থির
ঠাণ্ডা বাতাসে কাঁপে কোটি শির
পুরো দেশ করে দেয় বরফের ক্ষীর
কম্বলে ঢুকে যায় বাঘা বাঘা বীর।
খানা-দানা জমে যায়, জমে যায় শ্বাস
বরফের দখলে তাজা ইতিহাস
গরমের অভাবে গরিবেরা লাশ
এইসব শীতভীতি আর কত মাস?
ভয়ে আছে সূর্য ভয়ে থাকে তাপ
অবারিত ঠাণ্ডার নেই মা-বাপ।
রাজপথ ফাঁকা থাকে নেই কোনো চাপ
শীতবাবা এবারে করে দাও মাফ।
Comments
Post a Comment